শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ভারত থেকে অনুপ্রবেশকারী ২ সন্তানসহ ৩ রোহিঙ্গা সলঙ্গায় আটক

ভারত থেকে অনুপ্রবেশকারী ২ সন্তানসহ ৩ রোহিঙ্গা সলঙ্গায় আটক

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী দুই সন্তানসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো, সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার সাংইয়াংছাং (সিন্ধিপান পাড়া) গ্রামের সিকান্দারের ছেলে বেলাল (৪৮), তার স্ত্রী ইয়াসমিন (২৬) এবং একই এলাকার রাইমাসিল গ্রামের আলমগীরের ছেলে রিয়াজ (১৮)।

ওই দম্পত্তির সাড়ে ৩ বছরের ১টি কন্যাসন্তান ও প্রায় ২ বছর বয়সী ১টি ছেলে সন্তান রয়েছে। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সাংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২’র জিজ্ঞাসাবাদে তারা এক পর্যায়ে স্বীকারোক্তি করে তারা ভারতীয় রেহিঙ্গা শরনার্থী শিবির থেকে পাসপোর্ট ব্যতীত কক্সবাজার রোহিঙ্গা শিবিরে গমনের উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও মেয়াদ উত্তীর্ণ ২টি কার্ড জব্দ করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে মামলা হয়েছে।

এদিকে সলংগা থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন, তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: