শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জম্মদিনে অপরূপ সাজে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল

বঙ্গবন্ধুর জম্মদিনে অপরূপ সাজে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের ঐতিহ্য হাটিকুমরুল গোল চত্তর।
সরেজমিনে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানীক ভবন, ব্যানার ফেস্টুন ও রাত্রিকালীন এক মনোরম আলোকসজ্জা নানা রঙ্গে সাজানো হয়েছে পুরো হাটিকুমরুল গোল চত্বর এলাকা।

এদিকে ১৭ মার্চ বুধবার জাতির পিতার জম্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন ৯নং হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান হেদায়াতুল আলম (আলম রেজা ) জাতীয় পতাকা উত্তোলন, জম্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জম্মশতবার্ষিকী উপলক্ষে কাটা হবে কেক, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ করা হবে।

প্রধান অতিথি হিসেবে রঙিন আলোকসজ্জায় সজ্জিত হাটিকুমরুল গোল চত্তর পর্যবেক্ষণ করেন উল্লাপাড়া সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এমপি সিরাজগঞ্জ ৪ সহ হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: