 
				
					চৈতালী দিনের মৃদুলা হাওয়ায় শিক্ষাথীদের মুখর উচ্ছাসে পালিত হয় এস এসসি পরিক্ষার্থীদের বিদায়ী উৎসব। সোনালী রোদে কতটুকু ছেয়েছে আকাশ উৎসবের মিলনমেলাটি অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।এদিকে বিদায়ী বন্ধুদের বুকে দুরু দুরু কম্পন,অন্যদিকে ৫ বছরের পাঠদান ইতিহাস ও পরীক্ষার হলে বসার নিয়ম কানুন জানার আবেগের তীব্রতায় উৎসব প্রাঙ্গন হয়ে যায় স্বপ্নের বাংলাদেশ। বরাবরের মতো এবারের বিদয়ী ানুষ্ঠান একটু ব্যতিক্রম উৎসব শুরু হয় কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে সোনারী রোদে কতটুকু ছেয়েছে আকাশ,কতটুকু আছে বাকি খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক মিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ,সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ হজরত আলী মাষ্টার,একাডেমি অফিসার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, চৌহালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি আবু দাউদ রানা, সাংবাদিক মোঃ ইদ্রিস আলী প্রমুখ।
আলোকিত সিরাজগঞ্জ
 
			












