বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়া আ`লীগের সম্মেলনে সভাপতি রুমি সম্পাদক গোলাম মোস্তফা

উল্লাপাড়া আ`লীগের সম্মেলনে সভাপতি রুমি সম্পাদক গোলাম মোস্তফা

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে, নির্বাচন এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে পৌর মেয়র এসএম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে রাখেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি তানভীর ইমাম, রায়গঞ্জ -তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।অনন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস, আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, এ্যাডভোকেট জাহিদ হাসান খান, এ্যাডভোকেট আব্দুল আলীম জুয়েল, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আলামিন, জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা হাসনাহেনা, উল্লাপাড়া পৌরসভার পুনরায়নবনির্বাচিত মেয়র এস,এম নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ফয়সাল কাদের রুমী ২৯৯ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকট তম প্রতিদ্বদ্বী শফিকুল ইসলাম শফি ১৪৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা ৩৬৪ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকট তম প্রতিদ্বদ্বী জাহিদুল ইসলাম ৭০ ভোট পান।

আলোকিত সিরাজগঞ্জ