শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে পাটচাষীদের মধ্যে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রায়গঞ্জে পাটচাষীদের মধ্যে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে “বাংলার পাট বিশ্বমাত” সোনালী আশের সোনার দেশ মুজিব বর্ষের বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১ দিনের পাটচাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত), সচিব মোঃ হোসেন আলী।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীন প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে উপজেলার শতাধিক পাটচাষীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: