বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় করোনা ভ্যাক্সিন গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে

উল্লাপাড়ায় করোনা ভ্যাক্সিন গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভ্যাক্সিন গ্রহণে সাধারণ লোকজনের মধ্যে আগ্রহ বাড়ছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) উল্লাপাড়ায় ৯ম দিনে মোট ২ হাজার ৪শ ৮৯ জন করোনা ভ্যাক্সিন গ্রহণ করেছেন। প্রত্যান্ত এলাকার লোকজনও আগ্রহের কমতি নেই। সবাই অনলাইনে রেজিষ্ট্রেশন করে নির্ধারিত সময়ে ভ্যাক্সিন গ্রহণ করছেন। প্রথমদিকে করোনা ভ্যাক্সিন গ্রহণে সাধারণ লোকজনের আগ্রহ কম থাকলেও বর্তমানে ভ্যাক্সিনের চাহিদা বাড়ছে। উল্লাপাড়ায় মোট ১৬ হাজার ৭শ ৪০ টি ভ্যাক্সিনের ডোজ এসেছে।

উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সে গিয়ে করোনা প্রতিরোধ ভ্যাক্সিনের প্রথম ডোজ গ্রহণ করেন। তিনি জানিয়েছেন ভ্যাক্সিন গ্রহণের পর তেমন কোন পার্শ্বপ্রতিক্রীয়া নেই। সবাই কে করোনা ভ্যাক্সিন গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)কোভিট-১৯ ভ্যাক্সিনেশন টিম এর প্রশিক্ষক ও প্রধান টীকাদানকারী ডা. মোঃ আলামিন হোসেন বলেন, করোনা ভ্যাকসিন ডোজ গ্রহণে প্রথমে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছিল। এর তেমন কোন পার্শ্বপ্রতিক্রীয়া না থাকায় শঙ্কা কেটে গেছে। যে কারণে প্রতিদিন টিকাগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। তিনি আরো জানান অন্য উপজেলার তুলনায় উল্লাপাড়ায় টিকা গ্রহণের সংখ্যা বেশি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: