রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের ২ শতবর্ষী পেলেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী

সিরাজগঞ্জের ২ শতবর্ষী পেলেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাউতান গ্রামের ২ শতবর্ষী প্রবীণকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী দিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ। তারা হলেন, ওই গ্রামের আঃ আজিজ ও রহমত উল্লাহ।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্যাকেটজাত এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু আলোকিত বাংলাদেশকে বলেন, এর আগে ওই গ্রামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তাদেরকে কম্বল দেন ইউএনও। এ সময় তারা বলেন, আমাগোরে মা কম্বল দিয়েছে।

এ বলে কম্বল দুটি বুকে জড়িয়ে ধরেন। এ দু'জনের কেউ বয়স্ক ভাতা পান না। এদের মধ্যে আঃ আজিজ ১৯৯০ সালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের মাটি কাটার শ্রমিক ছিলেন। আর রহমত উল্লাহ পুলিশ বাহিনীতে চাকরি করেছেন। দেশের স্বাধীনতার পরে চাকরি থেকে অবসর নেন। বর্তমানে তাদের বয়স শত বছরের বেশি।

তিনি আরো বলেন, শতবর্ষী এ ২জন প্রবীণ মানুষের জাতীয় পরিচয় পত্র কিংবা জন্মসনদ নেই। উপজেলা প্রশাসন তাদের পরিচয় পত্র ও জন্মসনদের ব্যবস্থা করার প্রক্রিয়া নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: