শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়া সাতটি কচ্ছপ উদ্ধার,উপজেলা পুকুরে অবমুক্ত

উল্লাপাড়া সাতটি কচ্ছপ উদ্ধার,উপজেলা পুকুরে অবমুক্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মোড়ে আঞ্চলিক সড়কের পাশে ব্যাগবন্ধি অবস্থায় ৭ টি কচ্ছপ উদ্ধার করে স্থানীয় সিহাব নামের এক যবুক । পরে বিষয়টি সামিউল , রাকিব এবং অনিক স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগত করেন।

পরে সাংবাদিক রায়হান ও আবু বকার সিদ্দিক বাবু বিষয়টা মানবতা ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানায়। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার হওয়া কচ্ছপ উল্লাপাড়া উপজেলা চত্বর পুকুরে বিবিসিএফ প্রচার সম্পাদক ও দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস,ডি এস বি ( সাব-ইন্সপেক্টর) বাবু কান্ড সেন,সাংবাদিক রায়হান , আবু বকার সিদ্দিক বাবু এর উপস্থিতে সাতটি কচ্ছপ অবমুক্ত করেন। এ বিষয়ে মানবতা ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস আরো জানান, আমাদের সবাইকে বন্যপ্রাণীর বিষয়ে সচেতন হতে হবে । গ্রামের মানুষকে বেশি বেশি সচেতন থাকতে হবে যাতে কেউ বন্যপ্রাণী শিকার করতে যেন না পারে৷ গতবছরও তাড়াশ থেকে কচ্ছপ উদ্ধার করা হয়েছিল।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: