রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এনায়েতপুরে ২য় রাউন্ডে বিনামূল্যের পাঠ্যবই পেল শিক্ষার্থীরা

এনায়েতপুরে ২য় রাউন্ডে বিনামূল্যের পাঠ্যবই পেল শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের এনায়েতপুরের সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই পেয়েছে। বই পেয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নতুন বছরের ১লা জানুয়ারী থেকে নতুন বই বিতরন শুরু হয় কিন্তু করোনার প্রকোপ থাকায় কিছু শিক্ষার্থীকে ২য় রাউন্ডে স্কুল সংশ্লিষ্টদের নির্দেশ গতকাল এই বই বিতরণ করা হয়।

জানা যায়, সেই বই গতকাল শনিবার দুপুরে সকাল থেকে ৪টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করে। সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। একটু দেরিতে হলেও বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি।

বই পেয়ে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমি খাতুন, অষ্টম শ্রেণির রাকিবুল, নূপুর খাতুন, সপ্তম শ্রেণির মীম খাতুন জানায়, একটু দেরিতে হলেও বই পেয়ে ভালো লাগছে, এখন পড়াশোনায় মনোযোগী হব ইনশাআল্লাহ। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, আমাদের অভ্যন্তরীণ একটু সমস্যা হয়েছিল। তাই কিছু শিক্ষার্থীকে ২য় রাউন্ডে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: