শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাজিপুরের সোনামুখীতে ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ঘোড়দৌড় শুরু

কাজিপুরের সোনামুখীতে ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ঘোড়দৌড় শুরু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় শুরু হয়েছে। চলবে তিন দিন ব্যাপি। বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের দক্ষিণ পার্শ্বে ঘোড়দৌড়ের শুভ উদ্বোধন করেন সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন। এসময় তিনি বলেন, "সেই ছোট বেলায় পার্শ্ববর্তি কুঁনকুঁনিয়া পৌষ মেলায় ঘোড় দৌড় হতো। ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।" 

পরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে শুরু হয় দৌড়। সওয়ার ঘোড়ার পিঠে চড়ে চাবুকের আঘাত দিতেই শুরু করে টগবগিয়ে দৌড়। দেশের ঢাকা, নওগা, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া থেকে অর্ধশতাধিক ঘোড়া এসেছে প্রতিযোগিতায় অংশ নিতে। 

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি  রফিকুল ইসলাম, সম্পাদক সোহেল রানা প্রমূখ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: