শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি সম্পত্তি উদ্ধার

সিরাজগঞ্জে বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি সম্পত্তি উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪ বিঘা সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত বাজার এলাকায় স্থানীয় প্রভাবশালীরা সরকারি সম্পত্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে যুগ যুগ ধরে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন। সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা মালিকদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়। এ নোটিশকে উপেক্ষা করে তারা এ সরকারি সম্পত্তি দখল করে আসছিল।

সোমবার প্রায় দিনভর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবীর কুমার দাসের নেতৃত্বে পুলিশ ওই বাজারে উচ্ছেদ অভিযান চালায়। এ অভিযান চলাকালে ২টি বেকু মেশিন দ্বারা প্রায় শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া হয়। এতে উল্লেখিত সরকারি সম্পত্তি উদ্ধার হয়। এ অভিযানে বিপুল পুলিশ ও আনসার সার্বিক সহযোগিতা করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: