বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাজিপুরে পবিস-২ এর এজিএম’র বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

কাজিপুরে পবিস-২ এর এজিএম’র বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

সিরাজগঞ্জের কাজিপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম সিরাজুল হক এর বদলী জনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী এজিএম সিরাজুল হক, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম আব্দুল্লাহ আল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব এ,কেএম শাহ আলম মোল্লা, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক, সমবায় অফিসার ছানোয়ার হোসেন প্রমুখ। এসময় অতিথিরা তার নতুন কর্মস্থলের সফলতা ও মঙ্গল কামনা করেন। সম্প্রতি এজিএম শরিয়তপুর পল্লী বিদ্যুৎ অফিসে বদলী হয়েছেন। এসময় উপজেলা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে বিদায়ী এজিএমকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ