শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে মেয়রসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়ন পত্র জমা

রায়গঞ্জে মেয়রসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়ন পত্র জমা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়রসহ সংরক্ষিত কাউন্সিলর, সাধারণ আসনের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৭ জন। উত্তোলন করেছিলেন ৪৮ জন। নির্বাচন অফিস সূত্রে জানাযায়, রোববার সকাল থেকে ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। মেয়র পদে ৪ জন মনোনয়ন পত্র জমাদেন।

তারা হলেন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল-পাঠান, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম, স্বতন্ত্রী মেয়র প্রার্থী মোঃ মোশারফ হোসেন আকন্দ, জাতীয় পাটির মনোনিত মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন।

মহিলা সংরক্ষিত ১১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জনসহ মনোনয়ন পত্র জমাদেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ কামরুজ্জামান এর নিকট।

যাচাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ৩০ ডিসেম্বর, ভোট গ্রহণ ১৬ জানুয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮ শ ৬৭ জন। এদের মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৬ হাজার ১ শ ৫ জন, পুরুষ ভোটার ৫ হাজার ৭ শ ৬২ জন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: