রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে স্বাস্থ্য সেবা বিষয়ক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

রায়গঞ্জে স্বাস্থ্য সেবা বিষয়ক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে করোনা পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্য সেবা বিষয়ক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উই ক্যান বাংলাদেশের রায়গঞ্জের আহব্বায়ক টিএম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিমুল ইহসান তৌহিদ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাশ, মেডিকেল কর্মকর্তা ডাঃ বেল্লাল হোসেন, উপ-সহাকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডাঃ চন্দন কুমার, রায়গঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আতিক মাহমুদ আকাশ, উইক্যানের নাগরিক জোটের সদস্য সায়মা সুলতানা এ্যানি,সদস্য নারগিছ খাতুন প্রমুখ। আয়োজনে উপজেলা নাগরিক জোট রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ। আমরাই পারি (We Can ) বাস্তবায়নে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: