রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাজিপুর উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: নির্বাচন কমিশনার

কাজিপুর উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: নির্বাচন কমিশনার

বাংলাদেশ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন,আমরা শতভাগ বিশ্বাস করি যে, আগের মতো সিরাজগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।সিরাজগঞ্জে এই প্রথম  ইভিএম পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে ।

এই নির্বাচনে একটি আলাদা  বৈশিষ্ট্য  রয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার। এজন্য স্বাস্থ্য বিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট প্রয়োগে সম্পর্কে জনগণকে বুঝতে হবে। প্রচলিত ব্যালট পেপারে ভোটগ্রহণের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। আমরা প্রায়ই ব্যালট পেপার ছিনিয়ে নেয়া,এমনকি রাতের বেলাতেও ব্যালট বাক্স ভরা ও জাল ভোট দেয়ার ঘটনার অভিযোগ  শুনে আসছি ।

আমরা যদি এ সমস্যাগুলো সমাধান করতে চাই তবে আমাদের অবশ্যই ভোটগ্রহণ ব্যবস্থা পরিবর্তন করে ইভিএম গ্রহণ করতে হবে। এটি ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধ করতে প্রশাসন ও  ভোটগ্রহণের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সকলকে  প্রচার-প্রচারণা নির্দেশনা দেন তিনি।

বুধবার (০৪ নভেম্বর) বেলা ৪টায় সিরাজগঞ্জ সরকারি  কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬২ সিরাজগঞ্জ-১ জাতীয়  সংসদের  শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তাগণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি  বক্তব্যে এ সব কথা  বলেন  তিনি । 

রাজশাহী অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ৬২ সিরাজগঞ্জ-১ এর রিটার্নিং অফিসার মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে  রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ,পুলিশ সুপার হাসিবুল  আলম,জেলা নির্বাচন কমিশনার আবুল হোসেন প্রমূখ । 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবিএম  রওশন কবীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার  পারভেজ,সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান সহ সকল প্রিজাইডিং অফিসার ও এ্যাসিষ্টেন্ট প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত  ছিলেন । অনুষ্ঠানে সঞ্চালনা করেন বগুড়া কাহালু উপজেলা নির্বাচন  অফিসার জিন্নাত আরা জলি। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর