বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ২৫ জেলের জেল

বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ২৫ জেলের জেল

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। শনিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে চলমান ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করে।

দন্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার বেলকুচি গ্রামের সোহেল রানা (২৬), ছাইদুল (৩২) জানে আলম (৩৪) পাকরতলা গ্রামের মসলেম (৪৩) দশখাদা গ্রামের সোহেল রানা (২৫) চর বেল গ্রামের বেলাল (৩৫) গোপালপুর গ্রামের জহুরুল (৩৫) মূলকান্দি গ্রামের শাহাদাৎ (৩০) ক্ষিদ্রমাটিয়া গ্রামের শরিফুল (১৯) আলহাজ্ব (২৮) বালিয়াপাড়া গ্রামের মনিরুল (২০) চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের হাচেন (৪৫) মাঝগ্রামের সবুজ (২৪) ইয়াকুব (২১) খাসকাউলিয়া গ্রামের আবু বক্কার (৩৫), ্ব্রাক্ষণগ্রামের আঃ কাদের (১৯) আজিজুল (৪৫) তারিকুল্লাহ (৫৮) বারবালা গ্রামের রবিউল (২০) টাংগাইল সদরের রশিদপুর গ্রামের শাহিন (৩৫) ফারুক (৩০) মালেক (২০) শাহজাহদপুর উপজেলার জালালপুর গ্রামের আলী (৩০), ফিরোজ (৫০) ছারোয়ার (৪০)। উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানায়, দিনব্যাপী বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জনকে আটক, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২৫ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক ও বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ