শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ২ জন

সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ২ জন

জাতীয় সংসদের  সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মোট ২ প্রার্থীই থাকল। গতকাল বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। সেক্ষেত্রে  সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে দুজন প্রার্থী রয়েছেন।

আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ -১ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে। তবে  উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, এ আসনে আওয়ামী লীগের তানভীর শাকিল জয় ও বিএনপির সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ঢাকা-১০, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচন হয়েছে। এরপর এই দুটি আসনেও ভোট হতে যাচ্ছে।

ইভিএমের ভোটে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ৫.২৮%, ঢাকা-৫ আসনে ১০.৪৩% এবং নওগাঁ-৬ আসনে ৩৬.৪৯% ভোটগ্রহণ হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: