রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কালিয়াহরিপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

কালিয়াহরিপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নে – “মা ইলিশ সংরক্ষণ অভিযানের জন্য-নিবন্ধিত জেলেদের মধ্যে জন পরিবারে ২০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। এবং সিরাজগঞ্জ পুলিশ লাইন এর পুকুরের পানি পরীক্ষণ পূর্বক পরামর্শ প্রদান করা হয়েছে ।

বুধবার (২১অক্টোবর) সকালে কালিয়াহরিপুর ইউপিতে উক্ত চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, সিনয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন , চেয়ারম্যান, কালিয়া হরিপুর ইউপি’র সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ, ট্যাগ অফিসার বিআরডিবি সাইফুল ইসলাম ,জেলা মৎস্যজীবী সমবায় সমিতির ও জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম তালুকদার প্রমুখ।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০” শুরু হতেই সদর উপজেলার যমুনানদী’র তীরবর্তী/ অঞ্চলের ইউনিয়ন রতনকান্দি,মেছড়া, খোকশাবাড়ী, সয়দাবাদ, কালিয়াহরিপুর এবং পৌরসভার যমুনাপাড়ের নিবন্ধিত মোট ১১৮৪ জেলেদের মাঝে মৎস্য ওপ্রাণী সম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে -ভিজিএফ কর্মসূচি’র আওতায় এ চাউল বিতরণ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: