শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাজিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

কাজিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

সিরাজগঞ্জের কাজিপুর পর্যটন কেন্দ্র ও নৌবন্দরের উত্তর পার্শ্বে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ২০ অক্টোবর সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনা স্থান থেকে ৪জনকে আটক করে।

আটককৃতরা হলো, ভুয়াপুর উপজেলার চরপাতাইল গ্ৰামের আঃ হামিদ খানের ছেলে মোস্তাফিজুর (২৬) এবং কুড়িগ্ৰামের ভুরুঙ্গামারী উপজেলার চরধাউরাকুটি গ্ৰামের মমিনুর রহমান (২০) পিতা সাইফুর রহমান, সোহেল রানা (১৮) পিতা মৃত সহিবর ও রহিস উদ্দিন (৩১) পিতা মৃত মোক্তার আলী।

ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪নং ধারা অনুযায়ী মামলা (নং ৮০/২০২০) দায়ের এবং ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: