শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইলিশ সংরক্ষণে রায়গঞ্জ মৎস্য অফিসের প্রচারাভিযান

ইলিশ সংরক্ষণে রায়গঞ্জ মৎস্য অফিসের প্রচারাভিযান

গতকাল ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজজন মৌসুমে ইলিশ আহরণ,পরিবহণ,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পুর্ণ নিষিদ্ধ ঘোষনা করার প্রচারাভিযানে ব্যস্ত রায়গন্জ মৎস্য অফিস।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক সলঙ্গা থানা সদর,ভুইয়াগাঁতী,ঘুড়কা সহ বিভিন্ন হাট বাজারে প্রচারাভিযান পরিচালনা করেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারনকে জানান,কারেন্ট জাল দিয়ে কেউ মাছ ধরবেন না, খাল বা নদীতে খরা জাল বসিয়ে ছোট মাছ ধরবেন না।

৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা,বেচা-কেনা সকল কিছু থেকে বিরত থাকবেন। ।যদি এ নিষেধ কেউ অমান্য করেন তবে সব্বোচ্চ ২ বছরের কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা করা হবে। তিনি আরও জানান,ইলিশ আমাদের জাতীয় সম্পদ।এ সম্পদ রক্ষা করা আপনার, আমার সবার দায়িত্ব।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: