শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

"বিশ্ব পর্যটন দিবস" উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতা হবে

আগামী ২৭শে সেপ্টেম্বর ২০২০ "বিশ্ব পর্যটন দিবস" উপলক্ষে অনলাইন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনের জেলা প্রশাসন, সিরাজগঞ্জের কিছু নিয়মাবলিঃ

প্রতিযোগির ই-মেইল এড্রেস থেকে বর্ণিত লিংকে প্রবেশকরে নাম ঠিকানা, বিদ্যালয়ের নাম প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারসহ প্রদত্ত প্রশ্নের উত্তরের সাথে রচনা/ছবি আপলোড দিতে হবে। অংশগ্রহণকারীরা এই লিংক যোগ দিতে পারবেন  https://docs.google.com/.../1dYTNVTZjvAPbnsEn0rKG.../edit...

রচনা প্রতিযোগিতা বিষয় - সিরাজগঞ্জের পর্যটন শিল্পঃ সমস্যা ও সম্ভাবনা

শব্দ সংখ্যা - অনুর্ধ ১০০০ শব্দ

চিত্রাঙ্কন বিষয়- মুজিব শতবর্ষের লোগো অঙ্কন

প্রতিযোগীর ধরণ- উভয় প্রতিযোগিতায় ৬ ষষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।প্রতিযোগীকে অবশ্যই সিরাজগঞ্জে অধ্যয়নরত এবং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

রচনা ও ছবি জমা দেয়ার তারিখঃ ২২ সেপ্টেম্বর দুপুর ১২.০০ টা হতে ২৫ সেপ্টেম্বর রাত ১২.০০ টা পর্যন্ত ।

বিজয়ীদের আগামি ২৭ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: