শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্লাজমা দিতে ঢাকায় যাচ্ছেন সিরাজগঞ্জ পুলিশের শতাধিক সদস্য

প্লাজমা দিতে ঢাকায় যাচ্ছেন সিরাজগঞ্জ পুলিশের শতাধিক সদস্য

করোনা মহামারীর শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। সামনে থেকে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের অনেক বীর সদস্যই করোনা আক্রান্ত হয়ে দিয়েছেন তাদের প্রাণ। আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তবুও জনকল্যাণে সামনে থেকেই যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

তারই ধারাবাহিকতায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে দাড়িয়েছে সিরাজগঞ্জ পুলিশ বাহিনীর করোনাজয়ী শতাধিক সদস্য।

রোববার সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের প্লাজমা দানের জন্য সিরাজগঞ্জ পুলিশ লাইন্স থেকে বাস যোগে ঢাকায় উদ্দেশ্যে রওনা করেন জেলা পুলিশের ১৭ জন করোনা জয়ী সদস্য।

এ সময় তাদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরাফত ইসলাম জানান, প্লাজমা দানের জন্য ১ম ব্যাচে ১৭ জন করোনা জয়ী কে পাঠানো হচ্ছে।

পর্যায়ক্রমে আরো শতাধিক পুলিশ সদস্য তাদের প্লাজমা দান করবেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ, মহামারীসহ সকল সময় মানুষের পাশে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের প্রায় ১২০ জন সদস্য ইতোমধ্যে মরনব্যাধী করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন। এই করোনা জয়ী পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে অন্য রোগীদের জন্য প্লাজমা দান করবেন।

জেলা পুলিশের ১৩০ জন সদস্য করোনার আক্রান্ত হয়েছিলেন এর মধ্যে ১২০ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: