বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনঃ পচাঁত্তর হাজার টাকা জরিমানা

বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনঃ পচাঁত্তর হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের চরবেল এলাকায় যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার  বড়ধূল ইউনিয়নের চরবেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বরিশাল জেলা উজিরপুর উপজেলার দক্ষিণ নাথারকান্দি গ্রামের মোঃ কবির হাওলাদার নামে এক বালু ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা  জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: