বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতার আত্মত্যাগের বার্তা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে

বঙ্গমাতার আত্মত্যাগের বার্তা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধুর পাশে থেকে শুধু তাঁকে সাহস, অনুপ্রেরণা আর শক্তি যোগাননি; তিনি তাঁর সমস্ত মন প্রাণ ও হৃদয় দিয়ে এদেশের মানুষের সেবা করে গেছেন। এই মহিয়সী নারীকে শুধু স্মরণ নয়, তাঁকে অনুসরণও করতে হবে এবং আগামী প্রজন্মের মাঝে এসব ত্যাগ ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ৫৪টি সেলাই মেশিন ও ২০ অসহায় মানুষকে আর্থিক সহায়তা বিরতণকালে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত নারী সাংসদ ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসন ফিরোজ মাহমুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।

করোনাকাল ও বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে ডাঃ মিল্লাত এমপি বলেন, সরকারের পাশাপাশি তাঁদের এই সহযোগিতা অসহায় মানুষকে এ বিপদ কাটিয়ে উঠতে প্রেরণা ও শক্তি যোগাবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: