রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মুজিব বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জে মুজিব বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক সালমান হক শিবলী ভুঁইয়ার সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রাণী সম্পাদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির-সভাপতি শেখ আতিকুর বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল হক জুয়েল প্রমুখ আরো বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনা বাস্তবায়ন হলে সমাজে কোন ভেদাভেদ থাকতো না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন; তিনি জীবিত থাকলে এতো দিন তার কাঙ্খিত সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু এ দেশ স্বাবলম্বী হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে না পারে; সেজন্যই তাকে নির্মম ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন,জেলার ৯টি উপজেলার সভাপতি এবং সাধরণ সম্পাদকসহ জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দরা। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: