শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে ১৫৮৩ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

রায়গঞ্জে ১৫৮৩ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে করোনা কালীন অর্থনৈতিক দুরাবস্থার এ সময়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের সাহায্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করলেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, নলকা সিডিপি।

এ উপলক্ষ্যে রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ৫ দিন ব্যাপী গুড বাজার জিএনবি'র শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। গুড বাজার জিএনবি'র মাধ্যমে কোভিট -১৯ এর কারনে নলকা ইউনিয়নের ১৫৮৩ টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল,ডাল,দুধ,চিনি,আলু,পেয়াজ,শাড়ী-লুঙ্গী, সেমাই,কাপড় সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

কমিউনিটির মানুষ নিজের চাহিদা অনুসারে গুড বাজারের স্টল থেকে তাদের পছন্দ মত পণ্য বিনামুল্যে সংগ্রহ করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,গুড নেইবারস্ নলকা সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি.রবীনসন মার্ডী,সহ: ব্যবস্থাপক এডমিন মি. কিরণ বাড়ৈ,হেলথ্ অফিসার মো: পারভেজ আহমেদ,প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল,সিডিসির সভাপতি বাহারুল ইসলাম,শিক্ষক মাসুদ রানা,মেম্বর আনিছুর রহমান,এস ই অফিসার মি.হরিপদ রায় সহ সিডিপির অন্যান্য কর্মচারীবৃন্দ।উল্লেখ্য,এই গুড বাজারের পণ্য বিতরণ আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: