শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তাড়াশে বন্যাদুর্গত এলাকায় এমপির ত্রাণ বিতরণ অব্যাহত

তাড়াশে বন্যাদুর্গত এলাকায় এমপির ত্রাণ বিতরণ অব্যাহত

সিরাজগঞ্জের তাড়াশে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

বিকালে উপজেলার মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নের মাকোরশোন, কামারশোন, বিলাকুশাবাড়ী, কুন্দইলসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুই শতাধিক বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, মাধাইনগর ইউপির চেয়ারম্যান হাসান মির্জা, জাতীয় নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ, সাবেক সভাপতি আনিছ প্রধান, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির প্রমুখ।

অপরদিকে শনিবার (২৫ জুলাই) সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঢাকা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লি: উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত বানভাসী ১ হাজার মানুষের মাঝে ৪ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: