শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে দূর্গম বিল অঞ্চল থেকে বেড়জাল উদ্ধার

শাহজাদপুরে দূর্গম বিল অঞ্চল থেকে বেড়জাল উদ্ধার

বৃহস্পতিবার(২৩ জুলাই) শাহজাদপুর উপজেলার দূর্গম বিল অঞ্চল থেকে শত শত মিটার বেড়জাল উদ্ধার করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জানা গেছে, জাতীয় মৎস্যসপ্তাহ উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিল অঞ্চল পোতাজিয়া, আঙ্গারু, হুড়া সাগর এসব এলাকায় এদিন ভোরে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন।

এ সময় নদীতে মাছ ধরার সময় প্রায় ২ হাজার ৫’শ মিটার বেড়জাল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জালগুলো বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসষ্ট্যান্ড সংলগ্ন জনতার সামনে পুড়িয়ে ফেলা হয়।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী। এদিকে এ অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য অফিসার জানান। অন্যদিকে অভিযানের খবর পেয়ে অনেকেই পালিয়ে যেতে দেখা গেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: