রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কাজিপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

কাজিপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিক সুবিধা প্রাপ্তির জন্য সরকারী নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে বিশুড়িগাছা মহিলা ফসল সমবায় সমিতির সদস্যদের দেয়া হয়েছে কৃষি উপকরণ।

মঙ্গলবার ২১ জুলাই) বেলা ১১ টায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এআইএফ-২  ম্যাচিং গ্রান্ট উপ- প্রকল্পের মাধ্যমে তাদের দুইটি পাওয়ার টিলার, একটি মাড়াই মেশিন ও একটি পাওয়ার স্প্রেয়ার প্রদান করা হয়েছে।

সরকার কর্তৃক ৭০% ভর্তুকিতে ৩৯৫০০০/- টাকা মূল্যের যন্ত্রপাতি বিতরণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম। 

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মাদ বাবলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছাইদুল ইসলাম তালুকদার, কাজিপুর ইউনিয়ের আ.লীগের সাধারণ সম্পদক আব্দুল মতিন মাস্টার। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: