শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় করোনা সন্দেহে বাবা কে ফেলা দেওয়া সেই ছেলে গ্রেফতার

উল্লাপাড়ায় করোনা সন্দেহে বাবা কে ফেলা দেওয়া সেই ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নিজের বাবা কে পরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া সেই ছেলে কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬জুলাই) সকালে নাটোর জেলার সিংড়ার দেমুখ বাজার নওগা থেকে নজরুল ইসলাম কে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্ব সিংড়া থানা পুলিশ ও উল্লাপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে।

গত (১৩ জুলাই) সন্ধ্যায় নজরুল ইসলাম তার ৭৫ বছর বয়সী বৃদ্ধ বাবা ছোবাহান আলী কে করোনা আক্রান্ত সন্দেহে পৌরবাস টার্মিনালের একটা পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে চলে যায়।

এরপর উল্লাপাড়া মডেল থানা ওসি সেদিন রাতেই বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ছোবাহানের বাড়ি কয়রা ইউনিয়নের মানিকদহ গ্রামে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে। নিজের বাবার প্রতি এমন অমানবিক আচরণ করা ছেলেকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় সকলে সবাই।

উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান আটককৃত সেই ছেলের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: