শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বিনামূল্যে দুস্থ্য রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান

সিরাজগঞ্জে বিনামূল্যে দুস্থ্য রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান

সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার রহমতগঞ্জ ১নং রোডের একটি স্হানে সিরাজগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২ দিনব্যাপী ইউনিক হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্য বিনামূল্যে গরীব,দুঃস্হ ও অসহায় রোগীদের জন্য স্বাস্হ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (২৭ও ২৮ ডিসেম্বর’১৮) দু দিনে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ও ঔষধ বিতরণ করেছেন।

প্রায় ৫ শতাধিক রোগীদের চিকিৎসা দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ইউনিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও চর্ম, যৌন, মেডিসিন,বক্ষব্যাধি,হার্ডরোগ চিকিৎসক, এমবিবিএস,পিজিটি (মেডিসিন), সি,এম,ইউ(ঢাকা) স্পেশাল ট্রেনিং ইনকার্ডিলজি ডাঃ মোঃ রাশেদুজ্জামান(রাসেল),সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ হসপিটালের মেডিসিন, বাতব্যথা ও বক্ষ ব্যাধি চিকিৎসক এমবিবিএস, সিএমইউ (ঢাকা) ডাঃ মোঃ আসাদুজ্জামান (লিমন), প্রসূতি গাইনি ওস্ত্রী রোগ অভিজ্ঞ এবং জেনারেল ফিজিশিয়ান এমবিবিএস(ডিইউ) ডাঃ নূপুর হামিদ, রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রসূূূতি গাইনি ও স্ত্রী রোগ চিকিৎসক, এমবিবিএস, পিজিটি (গাইনি এন্ড অবস),ডিএম,ইউ প্রাক্তন মেডিকেল অফিসার ডাঃ বনশ্রী সাহা বিন্ত চিকিৎসা পরামর্শ দিয়েছেন। দু’দিনব্যাপি এ চিকিৎসা সেবা কেন্দ্রে সার্বক্ষনিক সিরাজগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তাফা সোহাগ এবং তার একটি টিম উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: