শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

টাকা ও মোবাইল উদ্ধার করে দিলেন উল্লাপাড়া থানার ওসি

টাকা ও মোবাইল উদ্ধার করে দিলেন উল্লাপাড়া থানার ওসি

ঢাকায় কর্মরত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল শাহাদত হোসেনের খোয়া যাওয়া ১ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করে তার হাতে তুলে দিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস (পিপিএম)।

একটি বিকাশ প্রতারক চক্র অভিনব উপায়ে কয়েকদিন আগে শাহাদতের নিকট থেকে উল্লিখিত টাকা হাতিয়ে নেয়।ওসি দীপক কুমার দাস জানান, সোমবার ঢাকা থেকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার তার কার্যালয়ের কনস্টেবল শাহাদতের টাকা খোয়া যাওয়ার বিষয়টি তাকে (ওসি) অবহিত করেন।

পরে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিমের সহযোগিতায় তিনি শাহাদতের খোয়া যাওয়া সমুদয় টাকা উদ্ধার করে মঙ্গলবার তার হাতে তুলে দেন।কই সঙ্গে তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জিয়ারুল ইসলামের হারিয়ে যাওয়া একটি মোবাইল সেট, উপ-পরিদর্শক নুরে আলমের মাধ্যমে উদ্ধার করে জিয়ারুলের হাতে তুলে দিয়েছেন বলে জানান দীপক কুমার।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: