বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করলো শাহজাদপুর থানা পুলিশ

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করলো শাহজাদপুর থানা পুলিশ

শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে শাহজাদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

জানা গেছে, উপজেলার কৈজুরী ইউনিয়নের চর কৈজুরী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার ছানোয়ার গ্রুপ ও মাহাম গ্রুপ বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার(২৫ জুন)ও শুক্রবার(২৬ জুন) দুই পক্ষই প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিতে থাকে।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ ২৭ জুন শনিবার দুপুরে শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, শাহজাদপুর থানা অফিসার ইনর্চাজ আতাউর রহমান চর কৈজুরী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ী থেকে বিপুল পরিমাণ ফালা, হলঙ্গা, হাসুয়া, বল্লম উদ্ধার করে।

এদিন বিকাল সাড়ে পাঁচটায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সাংবাদিকদের জানান, চর কৈজুরী গ্রামে দীর্ঘদিন ধরে ছানোয়ার গ্রুপ ও মাহাম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, যত বড় সন্ত্রাসী হোক কেউ অন্যায় করে পার পাবে না। যা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে চর কৈজুরী ইউনিয়নের গ্রামের শত শত এলাকাবাসী অভিযোগ করেন, এলাকার এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা সে এই গ্রামকে অস্থির করে তুলেছে। তার নেতৃত্বেই এই গ্রামে সংঘর্ষ লেগে থাকে। এদিকে সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশী টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ