শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শতাধিক পরিবারের মাঝে জাবি শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

শতাধিক পরিবারের মাঝে জাবি শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ইন্সপায়ার কেয়ার এন্ড কালটিভেট হিউম্যান এইড (ইচ্ছা) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রত্যন্ত গ্রামে শতাধিক শীতার্ত পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

সোমবার দুপুরে (২৪ ডিসেম্বর) উপজেলার বিনায়েকপুর গ্রামে এসব পরিবারের মাঝে ৮০ পিস কম্বল ও ৩০০ পিস অন্যন্য শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইচ্ছা শাখার সদস্য নুরুজ্জামান শুভ, মামুন হাসান, আবদুল্লাহ সুজন এবং আবু হাসিব। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জজ-কোর্টের এডভোকেট আলহাজ্ব আলতাব হোসেন এবং সমাজসেবী খন্দকার মতিউর রহমান।

ইচ্ছার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নুরুজ্জামান শুভ বলেন- সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে অসহায় মানুষের প্রতি এগিয়ে আসা এবং কিছু করতে পারা খুবই আনন্দিত, আমাদের মতো সমাজের সকল ব্যক্তি যদি অসহায় মানুষের জন্য এগিয়ে আসতো তাহলে কোন মানুষকে শীতে কষ্ট পেতে হতোনা। আমরা আগামীতে আরো বেশি শীতবস্ত্র বিতরণ করতে চাই।আমাদের ইচ্ছা সারা দেশে যেন কোন ব্যক্তি শীতে কষ্ট না পায়।

শীতবস্ত্র নিতে এসে জমিলা খাতুন বলেন- আমার শীতবস্ত্র ছিলোনা, এটা পেয়ে আমি খুবই খুশি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: