শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাড়ি বাড়ি ত্রাণের চাল পৌঁছে দিল পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ

সিরাজগঞ্জে বাড়ি বাড়ি ত্রাণের চাল পৌঁছে দিল পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ বাড়ি বাড়ি ত্রাণের চাল বিতারণ করেছেন। সোমবার দুপুরের দিকে সংশ্লিষ্ট ওয়ার্ড ট্যাগ অফিসারের মাধ্যমে ভ্যানযোগ এ চাল বিতরণ করা হয়। 

ওই ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, ইউনিয়ন ট্যাগ অফিসার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান স্ব-স্ব ওয়ার্ড ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি এ চাল পৌঁছে দেন। 

তারা জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় করোনা সংক্রমণ প্রতিরোধে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণের লক্ষ্যে ৫ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত এ চাল ১০ কেজি করে ৫শ’ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রভাষক সুলতান মাহমুদ ও দুলাল হোসেন, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: