মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাড়াশে ফসলের মাঠ চষে বেড়াচ্ছেন কৃষি কর্মকর্তা লুনা

তাড়াশে ফসলের মাঠ চষে বেড়াচ্ছেন কৃষি কর্মকর্তা লুনা

করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট বর্তমান পরিস্থিতি চলমান থাকলে দেশে দেখা দিতে পারে খাদ্য সংকট। অন্যদিকে চিরস্থায়ী কৃষির উপর দেশের জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলা করে কৃষিকে টিকে থাকতে হয়। 

তাই চলমান পরিস্থিতিতে কৃষি নিয়ে ব্যাপক কাজ করে চলেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা ও তার পুরো জনবল নিয়ে একইভাবে ছুটেছেন কৃষকের মাঠে। তবে এবারের ছুটে চলার মাঝে আবেগ আছে। আসন্ন বিপদ বিবেচনা করে প্রধানমন্ত্রী এখন থেকেই খাবার মজুদ করে রাখার নির্দেশনা দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন যাতে এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে। প্রতিটি বাড়ির আনাচে কানাচে বিভিন্ন ধরনের ফল ও সবজি দিয়ে ভরিয়ে ফেলার নির্দেশনাও দিয়েছেন।

যে কোনো উপায়ে হোক খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবস্থা নিতে পারলে দেশের প্রয়োজন মিটানোর পাশাপাশি অন্যদেরও সহযোগিতা করা সম্ভব হবে। পুরো টিম নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চারিদিকে থমথমে অবস্থার মধ্যেও দিন-রাত ছুটে চলেছেন তিনি। কৃষকের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন এই কৃষি কর্মকর্তা ও তার দল।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফুন নাহার লুনা জানান, উপজেলায় এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার ছাড়িয়ে বাম্পার ফলন হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা কোনোভাবেই ব্যাহত হওয়া যাবে না। তাই কৃষকদের মাঝে সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলছে সরাসরি ফসলের মাঠে গিয়ে কৃষি পরামর্শ সেবা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর