বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৪৪ জনের জরিমানা

বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৪৪ জনের জরিমানা

অকারণে বাইরে ঘোরাফেরা করা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি ও আড্ডা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ৪৪ জনকে মোট ৩১ হাজার ৫শ টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, কাজিপুর, শাহজাদপুর ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলায় ৪৪ জনকে মোট ৩১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।    

তিনি আরও জানান, গত একমাসে দিনে ২৩৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৯৩ মামলায় ১৫২৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ২৬ লাখ ৭ হাজার ৭১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ