শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জন-সমাগম ঠেকাতে সলঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত

জন-সমাগম ঠেকাতে সলঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত

সলঙ্গা থানার বিভিন্ন হাট বাজারের দোকান পাট লক ডাউন, সামাজিক দুরত্ব বজায় রাখা, বাজার মনিটরিং, ত্রাণ বিতরণ, আইন শৃঙ্খলার উন্নয়ন সহ উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড ও অন্যান্য রোডে গণ পরিবহন, সিএনজি, রিক্সা,অটো ভ্যান বন্ধ রাখার জন্য সলঙ্গা থানার ওসি, জেড তাজুল হুদার নেতৃত্বে থানার এসআই ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সর্বক্ষণ শ্রম দিয়ে যাচ্ছেন।

প্রয়োজনীয় কাজ ছাড়া গৃরুত্বপুর্ণ স্থানগুলোতে যেন জন সমাগম বেশী না হয় সে জন্য তারা দিবারাত্রি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা মোকাবেলায় সলঙ্গা পুলিশ প্রশাসন সর্বদা যে ভুমিকা রাখছেন তা সত্যিই প্রশংসার দাবীদ্বার।

হাটিকুমরুল রোড গোল চত্বরে রবিবার দুপুরে ওসি তাজুল হুদা সাংবাদিকদের জানান,দিনরাত সমানতালে পরিশ্রম করছে সলঙ্গা থানা পুলিশ। অন্যান্য দিনের মত আজ রবিবার সলঙ্গা টু তাড়াশ রোড, থানা সদর টু নিমগাছী রোড,ডাক বাংলো টু ঘুড়কা রোড সহ থানার অন্যান্য গুরুত্বপুর্ণ রোড গুলো জন সমাগম ঠেকাতে পুলিশ কঠোর ভুমিকা পালন করেছেন। এ ছাড়াও গোল চত্বর হতে ঢাকামুখী যেন কোন গাড়ি যাত্রীবহন না করে সেজন্য হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে আমরা কঠোর অবস্থানে ছিলাম।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: