শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও স্যানিটাইজার সামগ্রি প্রদান

কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও স্যানিটাইজার সামগ্রি প্রদান

সারাবিশ্বে আতংক সৃষ্টিকারী করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তারদের হাতে পিপিইসহ স্যানিটাইজার সামগ্রি প্রদান করেছে সেবরকারি স্বেচ্ছাসেবি সংস্থা ভয়েস অব কাজিপুর। সোমবার দুপুরে পিপিই(সুরক্ষা পোষাক), হ্যান্ড গ্লোভস,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।

এসময় ৫০ সয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ আমিনুর রহমান বলেন, "করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের সূরক্ষার জন্য পিপিই খুবই জরুরী,। আমরা আজকে এটি পেলাম। এখন আমাদের সেবা দিতে সুবিধা হবে।

এজন্য ধন্যবাদ ভয়েস অব কাজিপুরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ এসময় জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রোমানা ইসলাম লুবনা,স্যাকমো শরীফুল ইসলাম ও ভয়েস অব কাজিপুর এর প্রতিনিধিবৃন্দ সহ আরো অনেকের উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: