রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত ২৯ জনকে ছাড়পত্র প্রদান

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত ২৯ জনকে ছাড়পত্র প্রদান

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া জেলায় বিদেশ থেকে আসা কোয়ারেন্টাইনে থাকা ৩০৪ জনের মধ্যে ২৯ জনকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে।  ফলে বর্তমানে এ ব্যবস্থায় রয়েছেন, ২৫৫ জন।

রবিবার সকালে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি জানান, ‘জেলাবাসীকে করোনা সংক্রামণ রোধে সতর্ক থাকতে বলা হয়েছে। যারা কোয়ারেন্টাইনে রয়েছেন তারা  কোনরকম নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।’ আর জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে ২৪ ঘণ্টা সবধরনের সহযোগিতা দেয়া হচ্ছে জেলার নাগরিকদের। এছাড়া জেলার সবগুলো সরকারি হাসপাতাল ও ২টি মেডিকেল কলেজ হাসপাতালে ২শ আইসোলেশন বেড রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন কর্মকর্তা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: