শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সলঙ্গায় করোনা নিয়ে পুলিশের মাইকিং

সলঙ্গায় করোনা নিয়ে পুলিশের মাইকিং

সলঙ্গায় প্রাণঘাতী করোনা ভাইরাস জনিত সৃষ্ট পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়া সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার মুল্য স্বাভাবিক রাখার জন্য সলঙ্গা থানা ( পুলিশ) প্রশাসন মাইকিং করছেন। "গুজব আতঙ্ক নয়, সচেতনতাই প্রতিরোধ " এমন প্রচার করছেন সলঙ্গা থানা পুলিশ।

সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদার উদ্যোগে থানার এস আই সবুজ রানা সঙ্গীয় কনস্টেবলদের নিয়ে গত দু'দিন ধরে থানার বিভিন্ন বাজার এলাকা সহ গুরুত্বপুর্ণ স্থান গুলোতে এ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাইকিং এ বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়া, কোন গুজবে কান না দেয়া, বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টািইন থাকার অনুরোধ করা হয়েছে।

অপরদিকে বিনা কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মুল্য যেন কোন ক্রমেই বাড়ানো না হয় সেদিকে হুসিয়ারী সংকেত প্রদান করা হয়েছে। এ ছাড়াও জ্বর, সদ্দি,কাশি, হলে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতেও তারা মাইকিং এ প্রচার করছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: