রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে বেলকুচি থানায় হাত ধুয়ে প্রবেশ করারর আহব্বান

করোনা প্রতিরোধে বেলকুচি থানায় হাত ধুয়ে প্রবেশ করারর আহব্বান

"পরিস্কার রাখি, পরিস্কার থাকি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি থানা প্রশাসনের উদ্যোগে ও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর নির্দেশে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে থানার প্রবেশদ্বারে বসানো হয়েছে বেসিন।

সেখানে রাখা আছে হ্যান্ডওয়াশ। আর বেসিনের পাশেই ঝুলানো রয়েছে একটি ব্যানার। যেখানে নির্দেশনা দেয়া হয়েছে, পরিস্কার থাকি পরিস্কার রাখি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে ‘হাত ধুয়ে থানায় প্রবেশ করুন’।

শনিবার (২১ মার্চ) রাত থেকে থানায় প্রবেশের আগে পুলিশ সদস্যসহ সেবাপ্রার্থীদের বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ বাধ্যতামূলক করেছে বেলকুচি থানা পুলিশ। সতর্কতামূলক এমন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেবাপ্রার্থী ও পুলিশ সদস্যরা হ্যান্ডওয়াশ দিয়ে বেসিনে হাত ধুয়ে থানায় প্রবেশ করবেন এমনই আশা ওসির।

বেলকুচি থানা অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে হাত ধোয়াতে উৎসাহিত করা হয়েছে। এর মাধ্যমে নিজে যেমন সুস্থ থাকা যায়, তেমনি অন্যকেও সুস্থ রাখা যায়। পাশাপাশি থানায় আগত সেবাপ্রার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: