শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে ভ্রাম্যমান আদালতের ২ মাদক সেবীকে কারাদণ্ড

বেলকুচিতে ভ্রাম্যমান আদালতের ২ মাদক সেবীকে কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ের কান্দাপাড়া গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত মাসুদ রানা ও সালাম নামের ২ মাদক সেবীর গাঁজা সেবন এবং কাছে থাকা ৮ পুরিয়া গাঁজা জব্দ করে। তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। দন্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলা উপজেলার কৈজুরি গ্রামের বাবু সরকারের ছেলে মাসুদ রানা (৪৫) ও বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলেরচর গ্রামের পাশু প্রামানিকের ছেলে আব্দুস সালাম (২৮)। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ নেতৃত্বে ও র‍্যাব-১২ একটি চৌকস দলের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কান্দাপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাদক সেবীকে ৮ পুরিয়া গাঁজা সহ আটক করি। পরে জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়েছে এবং মাদকসেবিদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: