শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সলঙ্গায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

সলঙ্গায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন/২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে শুরু হয় এ নির্বাচন। প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় নির্বাচনের মত ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন শৃঙ্খলাবাহিনী সহ নির্বাচনের সব ধরনে ব্যবস্থায় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

প্রতিটা স্কুলে যেন জাতীয় নির্বাচনের মত পরিবেশ বিরাজ করছিল। সরেজমিনে ঘুরে সলঙ্গা সপ্রাবি,গার্লস প্রাথমিক বিদ্যালয়,তেলকুপি সপ্রাবি, সাহেবগন্জ সপ্রাবি,হোড়গাতী সপ্রাবি,নৈপাড়া আমশড়া সপ্রাবি,ধুবিল সপ্রাবি, ঘুড়কা সপ্রাবি,বোয়ালিয়ার চর সপ্রাবি সহ থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহনের চিত্র চোখে পড়ে।

শিক্ষার্থীরা নিজেরাই ভোটার, নিজের মধ্য হতে পোলিং,প্রিজাইডিং,আনসার,পুলিশ,নির্বাচন কমিশনার সহ নির্বাচনের কাজে বিভিন্ন তারা অংশ গ্রহন করে। বোয়ালিয়ার চর সপ্রাবি'র শিক্ষক আবদুস ছালাম জানান, স্কুল শিক্ষকদের সহযোগিতায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর ভোটারের মধ্য হতে প্রার্থী হয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন ও গননা শেষে ৩য় শ্রেনীর রিফাত,তামজিদ, ৪র্থ শ্রেনীর রাজিব,জুবায়েল , ৫ম শ্রেনীর শারমিন,নাজমুল ও নাঈম নির্বাচিত হয়। ফলাফল শেষে স্কুল মাঠে বিজয়ীদের নিয়ে সমর্থক শিক্ষার্থীদের আনন্দ,উল্লাস,চকলেট, বিস্কুট,বাদাম বিতরণ যেন চোখে পড়ার মত।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: