রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ, ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ, ফার্মেসিকে জরিমানা

সিরাজগঞ্জ সদরের কড্ডার মোড় এলাকার আলামিন ফার্মেসিকে পচিশ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করে ধবংস করেছে ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল রবিবার বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের কড্ডার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় আলামিন ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ,যৌন উত্তেজক বিক্রয় নিষিদ্ধ ও ডাক্তারী স্যাম্পল ঔষধ বিক্রয়ের জন্য রাখা হয়েছে দেখতে পান আদালত।

মেয়াদোত্তীর্ণ, যৌন উত্তেজক বিক্রয় নিষিদ্ধ ও ডাক্তারী স্যাম্পল ঔষধ বিক্রির জন্য রাখার অপরাধে আলামিন ফার্মেসির মালিক আলামিন এর নামে মামলা দিয়ে পচিশ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয় এবং জব্দকৃত ঔষধ জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। উক্ত অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: