শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় নদী পূণর্খননের সময় পাওয়া গেল প্রাচীন কালী মূর্তি

উল্লাপাড়ায় নদী পূণর্খননের সময় পাওয়া গেল প্রাচীন কালী মূর্তি

উল্লাপাড়ার বিলসূর্য নদী পূণর্খননের সময় শনিবার সকালে একটি প্রাচীণ কালী মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির আকৃতি ছোট। এটি পিতলের তৈরি। উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার পাশে বিলসূর্য নদী খননের সময় শ্রমিকেরা মূর্তিটি তলদেশে দেখতে পান। পরে ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা বাপ্পি কর্মকার নামের এক যুবক মূর্তিটি নদী থেকে তুলে পরিস্কার করে পাশের শ্যামা কালীমাতা মন্দিরে রেখে যান। 

শ্যামা কালীমাতা মন্দিরের পুরোহিত অরুণ কর্মকার জানান, মূর্তিটি ছোট হলেও এটা অনেক প্রাচীন বলে মনে করেন তিনি। অরুণ এই মন্দিরের মূল কালী মূর্তির বেদিতে রেখেছেন মূর্তিটি। তিনি প্রতিদিন এটিকে পূজো করবেন বলে উল্লেখ করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: