রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সততার সহীত শিক্ষাদিতে দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম গোলাম রেজা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী এম, এ বাকী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডাঃ আহম্মেদ আলী সরকার, প্রকল্প বাস্তরায়ন কর্মকর্তা জাকির হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমূখ।

বিদ্যালয়টিতে স্থাপিত ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের জন্য নানা জাতীয় টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। প্রতিটি দ্রব্যের গায়ে মূল্য লেখা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দমতো দ্রব্য কিনবে এবং সততার সাথে বাক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: