রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ

শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর শাখার উদ্যোগে সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর শাখার সভাপতি গোলাম সাকলায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা।

এসময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ আবুল কালাম তালুকদার, সাংবাদিক মনিরুল গণি চৌধুরী শুভ্র, সাংবাদিক ফারুক হাসান কাহার, মানবাধিকার কর্মী শেখ সজল মিন্টু, শাহনাজ পারভীন সীমা, রাকিব, জহরলাল, মিলন, শফিকুল ইসলাম শফি, নিশান, শুভ্রত প্রমুখ। নিরালা ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস কনসালটেন্ট এর সার্বিক সহযোগীতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ জুলফিকার আহমেদ রেজা, ডাঃ অন্নপূর্না কুন্ডু, ডাঃ মোঃ খালিদ হোসেন, ডাঃ আবু মোহাম্মদ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ আসিফ রহমান। চিকিৎসা সেবা ক্যাম্পে ঔষধ দিয়ে সহযোগিতা করেন হোপ ফাইন্ডেশন। এ ক্যাম্পে চিকিৎসা নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা আসেন। পর্যায়ক্রমে তারা বিনামূল্যে চিকিৎসা চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: