রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কামারখন্দে নিয়োগ বানিজ্য করায় ম্যানেজিং কমিটি অপসারণ দাবি

কামারখন্দে নিয়োগ বানিজ্য করায় ম্যানেজিং কমিটি অপসারণ দাবি

সিরাজগঞ্জের কামারখন্দে নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য বন্ধ করে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫ টায় উপজেলার নান্দিনা কামলিয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে নান্দিনা কামালিয়া যুব সমাজ।

এসময় ভদ্রঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ঝন্টু, ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, নান্দিনা কামালিয়া গ্রামের ছানোয়ার হোসেন, রাশিদুল ইসলাম, রাতুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন কামাল ও প্রধান শিক্ষক মাহমুদুল আলম কর্তৃক নিম্নমসন সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১৭ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ এনে চলতি বছরের গত ২৭ জানুয়ারী জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে অংশগ্রহনকারী কয়েকজন পরীক্ষার্থী।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: