বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম!

চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম!

সিরাজগঞ্জ চৌহালী উপজেলা খাষকাউলিয়া ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের মাঠে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বয়ষ্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচী ২০-২০ অর্থ বছরে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকল ওয়ার্ড এলাকায় মাইকিং করে জনসম্মুখে যাচাই বাছাই করা হয়।
 
বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ৷ বিশেষ অতিথী ছিলেন থানা অফিসার ইনচার্জ মো, রাশেদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,   শহিদুর রহমান সহিদ ইউপি চেয়ারম্যান  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া।
 
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ লতিফ,  প্রমুখ সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউপি সদস্য  প্রমূখ। এ সময় সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ও ইউনিয়ন সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ